
স্পোর্টস ডেস্কঃ
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস মাত্র দুই দশকের। তবে এই স্বল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এই ফরম্যাটটি। এশিয়ার মাটিতে সংক্ষিপ্ত এই ফরম্যাট জন্ম দিয়েছে অসংখ্য তারকার। আসন্ন এশিয়া কাপের আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ঘোষণা করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-২০ একাদশ। দলে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
দুটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই একাদশটি নির্বাচন করেছে ক্রিকইনফো। প্রথমত, শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়; বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এছাড়া একটি দেশ থেকে নেয়া যাবে সর্বোচ্চ চারজন খেলোয়াড়।
এই একাদশে জায়গা পেয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সেরা তারকারা। দলে ওপেনার হিসেবে থাকছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। সাথে আছেন তারই সতীর্থ মাহেলা জয়াবর্ধনে। এক যুগ আগেই যারা বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে দিয়েছিলেন লঙ্কান ব্যাটারদের দাপট।
একাদশের মধ্যমনি আধুনিক ক্রিকেটের মহারথী ভিরাট কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে তার ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা তাঁকে পৌঁছে দিয়েছে কিংবদন্তির পর্যায়ে। সঙ্গে আছে বর্তমান সময়ের 360 ডিগ্রি ব্যাটার সুরিয়া কুমার ইয়াদভ। যিনি ব্যাট হাতে এই খেলাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
দলের নেতৃত্বে থাকছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় এই বিশ্বকাপজয়ী অধিনায়ক উইকেটরক্ষক হিসবেও জায়গা করে নিয়েছেন দলে। টি-টোয়েন্টি কৌশল ও শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতায় এখনো অনন্য ক্যাপ্টেন কুল।
অলরাউন্ডারদের তালিকাতে সাকিবের পাশাপাশি জায়গা পেয়েছেন পাকিস্তানের সাবেক শহিদ আফ্রিদি।
ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ: সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
উল্লেখ্য, আর মাত্র একদিন পরই (৯ সেপ্টেম্বর থেকে) মাঠে গড়াবে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ের মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মহাদেশীয় এ প্রতিযোগিতার।