
অনলাইন ডেস্কঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সর্বজনীন মঠ আশ্রম পূর্ণিমা অনুষ্ঠান রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শের আলম সান্টু, গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান তরফদার।
গুটুদিয়া সর্বজনীন মঠ আশ্রমের সভাপতি পিন্টু কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক বাবু যতীন্দ্রনাথ মন্ডল সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা যে দাবিসমূহ উত্থাপন করেছেন, সেসকল দাবিগুলো নিয়ে ইতিমধ্যেই সমাধানের চেষ্টা করছি, তবে বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপামর জনসাধারণ দিলে ও জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে অবশ্যই এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা সমাধানে আমৃত্যু কাজ করে যাবো।
তিনি আরও বলেন, আমি ডুমুরিয়ার সন্তান, আমার পিতা ও আমার পরিবারের সাথে সনাতন সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে হৃদ্রতার সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সন্তান, আমাকে যে ভাবে আপনারা গ্রহণ করেছেন, তা আমার চলার পথ মসৃণ করবে।
অনুষ্ঠানে মঠ ও মন্দিরের পুরোহিতসহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও নানা শ্রেণি-পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত ভক্তদের ফল খাওয়ানো মাধ্যমে উপোস ব্রত ভাঙ্গান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসাস আহবায়ক ইঞ্জি: মো: নূর ইসলাম বাচ্চু, খুলনা সদর যুবদলের সাবেক আহবায়ক মো: আক্কাস আলী, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জিএম সাইকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরামুল সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন প্রমুখ।
এর আগে তিনি গুটুদিয়া গাজীরমোড় বায়তুল মামুর জামে মসজিদ জোহরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লিদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
জুলাই বিপ্লবের মতো নারীদের আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: ফুলতলা উপজেলা মহিলাদলের কর্মী সভায় আলী আসগর লবি
ফুলতলা উপজেলা মহিলাদলের কর্মী সভা ০৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৪টায় ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালযয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলাদলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা, বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, জেলা মহিলাদের সাধারন সম্পাদক এ্যাডঃ সেতারা বেগম।
ফুলতলা উপজেলা মহিলাদলের সভাপতি মিতা পারভীনের সভাপতিত্বে ও ফুলতলা উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক ইয়াসমিন ভূইয়া এবং উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মুর্শিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ পর্যায়ের মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৭ বছরের আন্দোলন সংগ্রামে নারীরা শুধু সাহস যোগায় নাই, তারা জুলাই বিপ্লবে রাজপথে থেকে লড়াই করেছে, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আগামী নির্বাচনে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।