
অনলাইন ডেস্কঃ
রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির পরিবর্তন করতে হব। সেই সমস্ত সাংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যসিবাদি রাজনৈতিক অপসংস্কৃতির যেনো বিলুপ্ত হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে।
যারা এখনই সকল সংস্কার বাস্তবায়ন চায় তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার, সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। দলগুলোর ভিন্নমত থাকতেই পারে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীলও থাকতে হবে।
এসময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রুপরেখা দিয়েছে, কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছে।
বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি থাকতে পারবে না, রাজনৈতিক দলগুলোর এমন সদিচ্ছা থাকতে হবে।