
অনলাইন ডেস্কঃ
পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রোববার (১৪ সেপ্টেম্বর) বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শায়খে চরমোনাই বলেন, ড.ইউনুস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা বৈধ নয়। তিনি মনে করিয়ে দেন, তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সংবিধানবহির্ভূতভাবে বসে আছে। ১৯৭২ সালের সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে, তাই সংবিধান পরিবর্তন ও সংস্কার অপরিহার্য।
পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে শায়খে চরমোনাই বলেন, এই পদ্ধতিতে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য থাকবে না, সব দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক সহিংসতা কমে আসবে।