
অনলাইন ডেস্কঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের মেয়ে ফাতেমা বেগম (২৫) হত্যা মামলায় তার জা রহিমা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। তবে মামলার অন্য আসামি স্বামী ইছা মোল্লা ও ভাসুর মুছা মোল্লা এখনও পলাতক।
নিহতের পরিবার জানায়, প্রায় ছয় বছর আগে ফাতেমার বিয়ে হয় সদর উপজেলার কাটাখালী এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে ইছা মোল্লার সঙ্গে। তাদের সাড়ে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় ইছা মোল্লার বাড়ি থেকে ফাতেমার পরিবারকে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। খবর পেয়ে স্বজনরা গিয়ে দেখেন, ফাতেমা খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করে।
এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহতের বাবা মারুফ শেখ বাদী হয়ে স্বামী, ভাসুর ও জা’ কে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে তিনি জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। যৌতুক দিতে না পারায় পরিকল্পিতভাবে ফাতেমাকে হত্যা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মিলন বিশ্বাস বলেন, “নিহতের জা রহিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক স্বামী ও ভাসুরকে ধরতে অভিযান চলছে। মামলাটি তদন্তাধীন।”