
অনলাইন ডেস্কঃ
২৩ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে র্যাব।
মুশফিককে গ্রেফতারের বিষয়ে শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের ছাত্রী সাবেকুন নাহার সনি। ক্লাস শেষে হলে ফেরার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে প্রাণ হারান তিনি।