
অনলাইন ডেস্কঃ
খুলনার দিঘলিয়া উপজেলায় একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের কর্মসুচী থাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকাল পাঁচটা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে বিকালে পথের বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।
একই সময়ে বিএনপি নেতা ও খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের মতবিনিময় কর্মসূচি ছিলো। এ নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ বিরাজ করছিলো উভয় পক্ষের মধ্যে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, একই দলের দুই গ্রুপের একই সময়ে একই স্থানে কর্মসুচী থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিকাল পাঁচটা থেকে ১০ টা পর্যন্ত মিছিল, মিটিং, পদযাত্রা বন্ধ থাকবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু ও বিএনপি নেতা পারভেজ মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। পরে পারভেজ মল্লিকের মিডিয়া সেল নামক একটি মেইল থেকে সরদার জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারভেজ মল্লিকের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বাঁধা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয় বিকালে দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা উপজেলার সকল খেয়াঘাট বন্ধ করে দেয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, আমি কোন নির্বাচনী প্রচারণায় আসিনি। আমি এসেছিলাম বিএনপি’র ৩১ দফা জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে। দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র ও রাজনীতি সংষ্কারের ৩১ দফার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে-এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক ঘটনা। গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আজকের এই ঘটনা আমি জেলা বিএনপির সদস্যসচিবকে জানিয়েছি। দেখি এবিষয়ে কি পদক্ষেপ দেওয়া হয়।