
অনলাইন ডেস্কঃ
আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী আজিজুল হাসান দুলুর মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। দুলু ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। তাঁর দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ১৯৯০ সালে বিএনপি সরকারের সময় আজিজুল হাসান দুলু নির্বাচনী প্রচারণায় বিভিন্ন উদ্ভাবনী কৌশল এবং মানবিক মানসিকতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করেছিলেন। আজ আমি যে চেয়ারে বসে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এই পথটিতে আজিজুল হাসান দুলুর অনেক অবদান রয়েছে। তার কথা ও কাজ আমাকে অনেক এগিয়ে দিয়েছে। তুহিন আরও বলেন, একজন রাজনৈতিক কর্মীর মধ্যে যে গুণাবলি থাকা প্রয়োজন, তা দুলুর মধ্যে ছিল। দুলুকে কখনো উত্তেজিত হতে দেখিনি। দুলু ছিলেন একজন রাজনৈতিক কর্মীর জীবনে সবচেয়ে বড় বন্ধু। আমি তার সাথে অনেক কথা শেয়ার করেছি, অনেক বিষয়ে আলোচনা করেছি। তিনি কখনো হেসেছেন, কখনো প্রতিবাদ করেননি, আবার এমন কিছু বলেননি যাতে আমি বিরক্ত হতে পারি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রয়াত আজিজুল হাসান দুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল পুর্ব স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তুহিন বলেন রাতে ফোন করে কোনো এসাইনমেন্ট দিলে তিনি একা সেই কাজ পুরো দিন ধরে শেষ করতেন। দুলু তার জীবনদশায় বিএনপি রাজনীতিকে নিজের মতো করে লালন করেছেন। আজিজুল হাসান দুলু কারো কারো কাছে অপ্রিয় হলেও তার পেছনে অন্য কিছু ছিল না উল্লেখ করে তুহিন বলেন, দুলু হয়তো পৃথিবীতে নেই, কিন্তু একজন দুলু তৈরি হওয়া কতো কঠিন, সেটা আমরা কল্পনাও করতে পারি না। আমি প্রতিটি মুহূর্তে আজিজুল হাসান দুলুকে অনুভব করি। “রাব্বুল আলামিন যেন আজিজুল হাসান দুলুকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন এবং তার রেখে যাওয়া পরিবারকে হেফাজতে রাখেন। তিনি আরও বলেন, আজিজুল হাসান দুলু কখনো কোনো হাট, ঘাট, মাঠ বা বাজারের দখল কিংবা কোনো ঠিকাদারি নিয়ে মাথা ঘামাতেন না। তার আদর্শ অনুসরণ করে কেউ যেন টেন্ডারবাজি না করে এবং বিএনপির লোকজনের ক্ষতি হয়, এমন কাজ না করে। এটাই হবে আজিজুল হাসান দুলুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজিজুল হাসান দুলুর ব্যবহারে বা আচার-আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, দয়া করে তাকে ক্ষমা করে দেবেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করবেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেগম রেহেনা ঈসা, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, একরামুল হক হেলাল, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজীজ সুমন, মুজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পী, মো: নাসির উদ্দীন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, মুনতাসির আল মামুন, মশিউর রহমান নান্নু, আবু সাঈদ শেখ, জাহাঙ্গীর হোসেন, মোল্লা নুরুল ইসলাম, মাস্টার রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম কিরন, ডাক্তার ফারুক হোসেন, মিলন হোসেন, আজাদ হোসেন, সৈয়দ ইমরান, হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান আপন, আমিন হোসেন প্রমূখ। আলোচনা শেষে প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময়: শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহানগরীর ২১নং ওয়ার্ডের ৫ নম্বর ঘাটস্থ গ্রীণল্যান্ড জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সাথে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এ সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।