
অনলাইন ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আজ দ্বিতীয় দিনের মতো নাহিদ ইসলামকে জেরা করবেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনালে তাদের পক্ষের আইনজীবী মো. আমির হোসেন এই জেরা করবেন।
এর আগে, গত বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শেষে নাহিদ ইসলামকে আংশিক জেরা করেন আইনজীবী মো. আমির হোসেন। এরপর পরবর্তী জেরার জন্য আজ দিন ধার্য করা হয়।
সাক্ষ্যে নাহিদ ইসলাম বলেন, গত বছরের ১৬ জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে গণমাধ্যম বিরত থাকে। ২৩ জুলাই ডিজিএফআই ঢাকা রিপোর্টাস ইউনিটিতে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দেয়। সেইসঙ্গে আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে নাশকতা করছে এমনটা বলতে তাকে বাধ্য করা হয় বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, পূর্ব প্রস্তুতি হিসেবে ৪ আগস্ট রাতেই নতুন সরকার গঠন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তাকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়। এ সময় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এদিকে, আজ রোববার ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলার চর্তুথ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।