
অনলাইন ডেস্কঃ
রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। । নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বুধবার (২ জুলাই) সকাল ভোর ৫টায় হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় কেমিক্যাল গোডাউনে আগুন আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ১২ তলা ভবনটির নিচের তিন তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। উপরের বাকি ৮ তলা আবাসিক বাসিন্দাদের নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউনের অনুমোদন রাজউকের ছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।