
অনলাইন ডেস্কঃ
গাজীপুরের শ্রীপুরে পুকুরে সাতার কাটতেগিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়রছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের একটি কারখানার পুকুরে এ ঘটনা ঘটে।
পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা হলো ওই গ্রামের রজ্জবের ছেলে মাহিম (৯), একই গ্রামের শাজাহানের ছেলে রায়হান (৯)। দুজনেই রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও বন্ধু।
নিহতদের স্বজনরা জানান, মাহিম, রায়হান ও কাওছার ঘনিষ্ট বন্ধু। তারা এক সাথে স্কুলে যেতো। মাঠে খেলতো। তাদের দিন কাটতো এক সাথে। শনিবার স্কুল বন্ধ থাকায় তিন শিশু এক সাথে খেলতে বের হয়। কাওছার দুপুরে বাড়িতে ফিরলেও ফেরেনি মাহিম এবং রায়হান। খোঁজাখুঁজি করলেও পাওয়া যায় না তাদের। একপর্যায়ে ওই কারখানার বাউন্ডারীর ভেতরে পুকুর পাড়ে তাদের জুতা ও খেলনা দেখতে পায় কেয়ারটেকার । তাদের স্বজনদের খবর দেওয়া হলে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
কারখানার কেয়ারট্রেকার হোসেন জানান, দুই শিশুকে যখন স্বজনরা খুঁজছিলো তখন তিনি পুকুরপাড়ে দুই শিশুর জুতা খেলনা পড়ে থাকতে দেখ স্বজনদের খবর দেন।
মাহিমের চাচা শাকিল জানান, মাহিম দুপুরে বাড়ি ফেরনি তাকে খোঁজতে গিয় জানতে পারেন ওই কারখানার পুকুরপাড়ে তার জুতা পড়ে আছ। আর রায়হানের মামা কবির হোসেন বলেন, ভাগনে দুপুরে বাড়ি ফেরেনি। খোঁজাখোঁজি করে ওই পুকুর পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, সাটিয়াবাড়ি গ্রামে দুই শিশু খেলতে গিয় পুকুরের পানিতে ডুবে মারা গেছে। স্বজনদের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহের দাফন করতে বলা হয়েছে।