
অনলাইন ডেস্ক:
ফুলতলা উপজেলা বিএনপির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা (১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফুলতলা মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলী আসগর লবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল। যে কোনো ধর্মের ধর্মীয় উৎসবকে দেশের সকল মানুষের উৎসব মনে করে এ দলটি। ২৭ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সকল মানুষের উৎসব মনে করে বিএনপির দলীয় নেতাকর্মীরা সনাতন ধর্মের লোকদের পাশে থাকবে।
স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পূজা উৎসবকে ঘিরে সারাদেশের নাশকতা সৃষ্টির পায়তারা করছে তার দলের লোকেরা। তাই বিএনপির সকল নেতাকর্মীকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানাচ্ছি। ফুলতলাতে কোনভাবেই যেন পূজা উৎসবকে ঘিরে নাশকতা করতে না পারে তার জন্য উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। কোথাও কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আপনারা অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা সব সময় সজাগ দৃষ্টি রাখবেন।
ফুলতলা উপজেলা হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলতলা উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪১ টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির কাছে আলী আসগর লবি ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এবং সকলেই সাদরে গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্তি করেন।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সচিব ইমরান ওয়াহিদ, এস এ বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আহবায়ক অনুপম মিত্র, সদস্য সচিব রনজিত কুমার বোস, বাংলাদেশ দ্যা উদযাপন ফ্রক সভাপতি প্রভাস মণ্ডল, অহিদুজামান মোল্যা, এনামুল হোসেন পারভেজ,
আনোয়ার হোসেন বাবু, শেখ ইকবাল হোসেন, সাদির হোসেন রুনা, এম. বদরুল আনাম খান। চন্দন কুণ্ড, মনিন্দ্রনাথ মন্ডল, বিদ্যুৎ কুমার সুর, প্রভাষক ফুটলাল দত্ত, বিশ্বনাম মন্ডল, গৌতম কুমার কুন্ডু প্রমুখ।