
অনলাইন ডেস্কঃ
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ (৩৫), স্ত্রী সনি আক্তার (২৮) এবং তাদের ৬ বছর বয়সী মেয়ে জমিলা।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।