
অনলাইন ডেস্কঃ
স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছে। যেকোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছে তার ৯০ ভাগ সংস্কারের প্রস্তাবনা আড়াই বছর আগেই বিএনপি দিয়েছে। সংস্কার প্রশ্নে কারও কারও সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের সংস্কারের প্রশ্নে কোনো আপত্তি নেই বিএনপির।
ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেকোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো ব্যক্তির নয়, দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারির নির্বাচনে জনরায় নিজেদের পক্ষে নেয়া সম্ভব।