
অনলাইন ডেস্কঃ
তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২১ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে তিনি বলেন, তোমাদের এই সাফল্য কেবল ব্যক্তি অর্জন নয়— এটি পুরো সমাজের গর্ব। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যমে দেশের নেতৃত্বে আসতে হবে। আজকের এই সম্মাননা তোমাদের আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শামীম আহমেদ রমিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এফএম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন ন্যাংটা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক। তারা জ্ঞান, মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে উঠলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসাহ ও শিক্ষার্থীদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।