
অনলাইন ডেস্কঃ
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-আসেন ধানের ধীশের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে সকল ধর্মের মানুষকে একত্রিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে বিএনপিকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বামীর মৃত্যুর পর দেশের মানুষের ডাকে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ঘটে। ১৯৮৩ সালে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের, ১৯৮৬ সালে স্বৈরাচারী এরশাদের অধীনে নির্বাচনে যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন, তখন বেগম খালেদা জিয়া সেই নির্বাচন বর্জন করে গণতন্ত্রের পক্ষে তার আপোসহীন অবস্থান প্রমাণ করেছিলেন।
সোমবার (২৮ জুলাই) বিকালে ও সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৭ ও ২৫নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের ফলে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে এবং এরশাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তুহিন ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন, যেখানে একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারার মতো যুগান্তকারী প্রস্তাব রয়েছে। নেতাকর্মীদের জনগণের সাথে সৌজন্যমূলক আচরণ করার এবং যেকোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন। জনগণের শক্তিতেই বিএনপি বলীয়ান, এই কথা উল্লেখ করে তিনি আগামী দিনে সকল ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
১৭ নং ওয়ার্ড: বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৭ নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বকসির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেহেনা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, নার্গিস আলী, বিশিষ্ট চিকিৎসক রফিকুল হক বাবলু, জাকির ইকবাল বাপ্পি প্রমূখ।
২৫নং ওয়ার্ড: সন্ধ্যা ৭টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ২৫নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রনুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেহেনা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, নার্গিস আলী, জাকির ইকবাল বাপ্পি, আহসান হাবীব বাবু, মিজানুর রশিদ মিজান, আফজাল হোসেন, নাসরিন হক শ্রাবণী, হাসনা হেনা, কামরুন্নাহার হেনা , কাজী মাহবুব, মনিরুজ্জামান মনি প্রমুখ।