
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর এবং রাজপথেই সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, জনগণের দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই স্বাধীনতা বিরোধী চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সোমবার ( ২৮ জুলাই) বিকাল ৪টায় দৌলতপুর থানার ১নং ওয়ার্ড ও সন্ধ্যা ৭টায় ৩নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির কাছে এখন প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপিতে কোন দখলবাজ, চাঁদাবাজে জায়গা নেই বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পরিকল্পিত এবং নির্বাচন বিলম্বিত করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়েছেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা অবৈতনিক করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। শুধু তাই নয়, আল বদর, আল শামস বাহিনী গঠন করে তারা দেশের মানুষকে হত্যা করেছে। সুতরাং জামায়াত কী বললো, না বললো, এটা বিএনপির কাছে বিবেচ্য নয়।
১নং ওয়ার্ড: বিকাল ৪টায় স্থানীয় শহীদ জিয়া কলেজ মিলনায়তনে ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর মিতুল, নুর ইসলাম বাচ্চু, মাঈনুল ইসলাম, শফিকুল আমিন লাভলু, কবির হোসেন টিটু, মাজেদুল হক, শাহজাহান খান, আইয়ুব আলী, বারেক ফারাজী, লোকমান সরদার, মাহবুবুর রহমান সজল, মুরাদ হোসেন, মাসুদ কবির, করিম মোল্লা, মনু বাড়ই, সালমা বেগম, মদিনা বেগম, আল মামুন, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম, পারভেজ মিজান, মাসুম কাজী, আনোয়ার হোসেন, মজিদ শেখ, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম বাবু, কবির হোসেন, মারুফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, বরকত হোসেন প্রমূখ।
৩নং ওয়ার্ড: সন্ধ্যায় ৭টায় মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে থানা বিএনপির সভাপতি মুরশিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ ইমাম হোসেন, নুর ইসলাম বাচ্চু , মতলুবুর রহমান মিতুল। বক্তব্য রাখেন আবদুল ওহাব, হুমায়ুন কবির, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, মুরাদ হোসেন, এলেম হাওলাদার, কওছার আলী, আশরাফ হোসেন, সেলিম আহসান, কামাল খান, হুমায়ুন কাজী, আব্দুল লতিফ মোড়ল, হারুন গাজী, আল আমিন রতন, আল আমিন লিটন, সালমা বেগম, মদিনা বেগম , মিজানুর রহমান মৃদুল, হাসিবুর রহমান শোভন, মফিজুর রহমান, নাজমুল ইসলাম প্রমূখ।