
অনলাইন ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার ৩নং ওয়ার্ড সভাপতি আছিফুর রশিদ আছিফকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দৌলতপুর থানাধীন কেদারনাথ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আছিফুর রশিদ আছিফ (৫৫) নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা রেলিগেট এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে জুলাই-আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।