
অনলাইন ডেস্কঃ
সেই রাতটা আজ ফিরে এসেছে। বুকের ভেতর প্রচুর ঝড় হচ্ছে।কি পরিমান কান্না পাচ্ছে বলে বোঝানো সম্ভব না।
সেদিনের সেই সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে, টেনে হিচড়ে গাড়িতে তোলার বিষয়টা মনে পড়ছে।
বাসা থেকে আম্মু ওযু করিয়ে দেশের জন্য ছেড়ে দিলো,পুলিশের গুলিতে মরে যা,কিন্তু পুলিশের কাছে ধরা পড়িস না,
এই কথা গুলো খুব ঝড় ওঠাচ্ছে মনে।
সেদিন মায়ের কথা রাখতে পারিনি,পুলিশের হাতে ধরা পড়েছিলাম, পুলিশের গাড়িতে উঠে হাউমাউ করে কেদেছিলাম আর ভাবছিলাম কি হবে আমার পরিবারের?
কিন্তু আল্লাহর রহমত এবং সহযোদ্ধাদের দোহা আমার সাথে ছিলো, আমাকে ১৪ সিকে ঢুকতে হয়েছিলোনা।
তার জন্য রিপন মামাকে সারাজীবন কৃতজ্ঞতা জানাই।
তিনি না থাকলে হয়তো আম্মুর কথা ভেবে ভেবে দেওয়ালের ওপারে আমি স্ট্রোক করেই মারা যেতাম।
আমার জুলাই,
আমার অস্তিত্ব
বিঃদ্রঃ খুলনার এনসিপি নেত্রি রুমি রহমানের ওয়াল থেকে,এই লেখা লেখকের একান্তই নিজস্ব