
অনলাইন ডেস্কঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আগামী ৬ আগস্ট সারাদেশে বিজয় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে খুলনায় পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপির বর্তমান ও সাবেক নেতারা। ইতোমধ্যে একাধিক থানা ও ওয়ার্ডে পৃথক প্রস্তুতি সভা করেছে দুই পক্ষ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত নিয়ে দলের মধ্যে নানা আলোচনা চলছে। মনোনয়নপ্রত্যাশী খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন নিজের সাংগঠনিক দক্ষতা তুলে ধরতে নানা কর্মসূচি পালন করছেন। আগামী ৬ আগস্ট বড় শোডাউন করে কেন্দ্রের কাছে নিজের সক্ষমতা ও অবস্থান জানান দিতে চান তিনি।
অন্যদিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরাও দীর্ঘদিন ধরে পাল্টা কর্মসূচি পালন করে আসছেন। নির্বাচন এগিয়ে আসায় তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনিও রাজপথে নিজের শক্তি সামর্থ্য জানান দিতে নানা পরিকল্পনা করছেন। কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল পৃথকভাবে পালন এবং বড় উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, ৬ আগস্ট খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে শিববাড়ি মোড়ে সমাবেশ এবং পরবর্তীতে বিজয় মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল করতে তিনটি উপ-কমিটিসহ নগরীর বিভিন্ন থানায় পৃথক প্রস্তুতি সভা করছে। তারা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ৬ আগস্ট বিজয় র্যালি ও সমাবেশ হবে নিকট অতীতের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। প্রাথমিকভাবে আমরা লক্ষাধিক উপস্থিতির আশা করছি।
অন্যদিকে মহানগর বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে নগরীর তেতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ এবং সেখান থেকে র্যালি বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে একাধিক প্রস্তুতি সভা করেছেন তারা।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৃষ্টির কারণে আমরা প্রেসক্লাবও বুকিং দিয়েছি। আবহাওয়া ভালো থাকলে তেতুলতলা মোড় থেকে বিজয় র্যালি, বৃষ্টি হলে প্রেস ক্লাবে সমাবেশ হবে। কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে।
সূত্রঃ খুলনা গেজেট