
অনলাইন ডেস্কঃ
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে প্রেসিডিয়াম সভা। মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান-২ এর ৪৪ নম্বর রোডে অবস্থিত জাতীয় পার্টির এক নেতার বাসভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
একই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জিএম কাদের কর্তৃক যেসব নেতা বিনা নোটিশে বহিষ্কৃত হয়েছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন- অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশীদ, নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান এবং ইয়াহইয়া চৌধুরী।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আখতার, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফুর রহমান খান।
সভায় ভার্চুয়ালি অংশ নেন দেশ-বিদেশে অবস্থানরত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা এবং আগামীর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেসিডিয়াম সভা মুলতবি ঘোষণা করা হয় ৬ আগস্ট বিকেল চারটা পর্যন্ত।