
অনলাইন ডেস্কঃ
খুলনার তেরখাদা উপজেলায় সরকারি দায়িত্ব পালনের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইদুজ্জামান ও তার সহকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল জেলের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, হামলা এবং সরকারি মালামাল জবরদখলের অভিযোগে তেরখাদা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এরই মধ্যে রবিবার (১০ আগস্ট) দুইজনকে গ্রেপ্তার করেছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে রতন শেখ (৫০) নামের এক ব্যক্তিকে। অভিযোগে আরও যাদের নাম রয়েছে তারা হলেন- কালু শেখ (১৬), আক্কাস মোল্লা (২৫), হুসাইন সাকাওয়াতি (২০), রহমত শেখ (২৫), মজিদ মোল্লা (২৫), জাহির মোল্লা (২৫) এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেলে উপজেলার পাতলা এলাকায় একটি খালে চায়না ও কারেন্ট জাল উদ্ধারে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান। পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানের একপর্যায়ে হাতিশুরা খালের মাথায় আজিজুল মোল্লার মাছের ঘের এলাকায় গেলে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল ১০টি নৌকায় করে এসে অভিযানে বাধা দেয় এবং কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
অভিযুক্তরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের মারধরের চেষ্টা করেন এবং জব্দ করা প্রায় ৫০টি চায়না জাল ছিনিয়ে নেন। ভিডিও ধারণের চেষ্টা করলে মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন প্রতিবাদকারী সাক্ষীকেও মারধর করা হয়, এতে তারা আহত হন। মামলায় পাঁচজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলায় কালু শেখ ও সজীব নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, অবৈধ চায়না ও কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে মৎস্য বিভাগ।