
অনলাইন ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম কেউ বিলম্বিত করতে চাইলে তার ‘টুঁটি চেপে’ ধরা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বুধবার (১৩ আগস্ট) মামলা শুনানিকালে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এদিন আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার ১৬ আসামি অভিযোগ গঠন (চার্জ) থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। এসময় তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বা তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
অভিযোগ গঠনের ওপর আইনজীবীদের শুনানির শেষের দিকে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সঙ্গে সংবিধানের সংঘর্ষ হলে এই আইন থাকবে। এটা সুপিরিয়র ‘ল’। আইন অনুযায়ী এই মামলায় শুনানি দ্রুততার সঙ্গে করতে হবে, বিলম্ব হলে তাতে বাধা দেবেন ট্রাইব্যুনাল।
জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এই ট্রাইব্যুনালের পদক্ষেপ দেখে বোঝেন নাই, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বিলম্ব হয় এমন কার্যক্রম করা যাবে না। করলে ট্রাইব্যুনাল টুঁটি চেপে ধরা হবে।