
অনলাইন ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়াও, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে উল্লেখ করে, তারা ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দেয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু করতে দ্রুত নির্বাচন দিতে হবে। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান ছাত্রদল নেতারা।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল মধ্যরাতের পর দুপুরে ফের সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। চলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর, গণমাধ্যমকর্মীসহ দেড় শতাধিক। অন্তত ৭৭ জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।