
অনলাইন ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাওয়া দলগুলো নির্বাচনী ইশতেহারে তা বলতে পারে। এরপর মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পিআর পদ্ধতি চালু করুক। কিন্তু নির্বাচনে পিআরের জন্য ব্যালট রাখার মতো অবাস্তব কথা শুধুমাত্র জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই বলতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ব্রান্ডিং বাংলাদেশ, নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামী অর্থনীতি শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে কারো দ্বিমত নেই, কিন্তু কতটুকু সংস্কার করা সম্ভব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। ঐকমত্য না হওয়া বিষয়গুলো আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিতে দ্বিমত থাকবেই। তবে অন্যের মতামতকে সম্মান জানাতে শিখতে হবে ও সহনশীলতা থাকতে হবে।
তিনি আরও বলেন, যারা বিপ্লবের পর দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পেরেছে তারাই ভালো করেছে। আর যারা যেতে সেখানেই সমস্যা হয়েছে। এমনকি গৃহযুদ্ধও হয়েছে। এ সময় ৩ মাসের মধ্যে নির্বাচন হলে দেশ সব সূচকেই ভালো থাকতো বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ বাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক ডাকাতি এবং দুর্নীতি মাধ্যমে অর্জন করা অর্থ পাচার বন্ধ হয়েছে। যে কারণে রিজার্ভের পরিমাণ বেড়েছে। এক্ষেত্রে রেমিট্যান্সেরও ভূমিকা রয়েছে।