
অনলাইন ডেস্কঃ
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে চলতি বছরের ২৮ ফ্রেব্রুয়ারি। এরপর থেকেই নানা ইস্যুতে রাজপথ, আলোচনা ও সমালোচনায় দলটির নেতাকর্মীরা সরব।
বিশেষ করে গত জুলাইয়ে অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সারাদেশে জেলায় জেলায় ‘দেশগড়তে পদযাত্রা’ করে দলটি। তবে সাম্প্রতিককালে দলটির নেতাকর্মীদের রাজপথে দেখা যাচ্ছে না। পাশাপাশি চোখে পড়ার মতো দলীয় কোনও কর্মসূচি দিচ্ছে না দলটি।
ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে কী করছে এনসিপি? এনসিপির জ্যেষ্ঠ দুইজন নেতা বলছেন, রাজধানীতে কোনও কার্যক্রম চোখে না পড়লেও জেলা পর্যায়ে উঠান বৈঠকের মতো জনসংযোগ চলছে।
দলটির সট সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারকে কার্যকরের দিকে নিয়ে যেতে দেশের প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠক করা হচ্ছে। বৈঠকে জুলাই সনদ, নতুন সংবিধানের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তাছাড়া, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা শোনারও চেষ্টা করেছি। তাই কয়েকদিন ধরে ঢাকায় কর্মসূচি দেয়া হয়নি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, আগস্টের ৩১ তারিখ থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত ২৭টি উপজেলায় ‘উঠানে নতুন সংবিধান’ শিরোনামে কর্মসূচি পালন করা হয়েছে। নতুন সংবিধানের প্রয়োজনীয়তা নিয়ে উঠান বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক থেকে কী ধরনের মতামত পাচ্ছে দলটি? বা ভোটের রাজনীতিতে তা কীভাবে কাজে লাগাবে দলটি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আখতার হোসেন বলেন, উঠান বৈঠকের মাধ্যমে রাষ্ট্রকাঠামো নিয়ে জনগণের ভাবনা জানতে পারছি। এছাড়া, অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন রজনৈতিক জনগোষ্ঠীর যে আবির্ভাব হয়েছে তার প্রতিফলন উঠান বৈঠকে দেখা যাচ্ছে।