
অনলাইন ডেস্কঃ
ইসরায়েলি অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে রোববার (৩১ আগস্ট) যাত্রা শুরু করেছে নৌ অভিযান ‘ফামিলিয়া’। এই অভিযানের মূল লক্ষ্য হলো ‘গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা’। স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
নৌকাযাত্রার সময় সেখানে হাজারো কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টা আগে, সুইডিশ কর্মী ও পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ইসরায়েলের প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে গণহত্যার নিন্দা জানান। ফ্লোটিলার সঙ্গে যাত্রা করা আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি একই বক্তব্য দেন।
থুনবার্গ বলেন, ‘ইসরায়েল তাদের গণহত্যামূলক উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ স্পষ্ট। তারা প্যালেস্টিনিয়ান জাতি মুছে দিতে চায়। তারা গাজা স্ট্রিপ দখল করতে চায়।’ তিনি সরকারের দিকে আঙুল তোলেন, যারা আন্তর্জাতিক আইন রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
সূত্র: আল জাজিরা।