
স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে হংকং। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন নিজাকাত খান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় হংকং। দলীয় ৭ ও ব্যক্তিগত ৪ রানে তাসকিনের বলে লিটনের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার আংশুমান রথ। বাবর হায়াত বিদায় নেন ১৪ রানে। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে হংকং।
তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জিসান আলী ও নিজাকাত খান। সাকিবের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিসান, করেন ৩০ রান।
এক প্রান্তে নিজাকাত খেলেন নিজের মতো। অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে নিয়ে বাড়ান রানের গতি। ১৯ বলে ২৮ রানের গতিশীল ইনিংস খেলে রান আউট হন মুর্তজা।
৪২ রান করে বিপজ্জনক হয়ে ওঠা নিজাকাতকে সাকিবের ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন। পরের বলে কিঞ্চিত শাহকে লেগবিফোর করেন রিশাদ। শেষ পর্যন্ত ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।