
অনলাইন ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১২ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০), ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো. চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯), মাসুদ (৩০)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।