
অনলাইন ডেস্কঃ
বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবির। আজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রতিবাদ জানান। এর জেরে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে গেলে তাদের ওপর হামলা চালায় শিবির। অন্যদিকে জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ দাবি করেন, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল তারা। এ জন্য জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা আজ কলেজে গেলে ছাত্রদল অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটি শিক্ষকরা মীমাংসা করে দেন।