
অনলাইন ডেস্কঃ
তেরখাদায় সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এ জিএম বাসিতুল হাবিব প্রিন্স (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে খুলনা নগরীর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন।
প্রিন্স তেরখাদা উপজেলার সদরের কাটেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি দীর্ঘদিন ধরে খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে তেরখাদা ও খুলনার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিকরা তার পেশাগত নিষ্ঠা ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার আসরের নামাজের পর উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।