
অনলাইন ডেস্কঃ
নগরীতে দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে ২ নং কাষ্টমঘাট এলাকার একটি সেলুনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত যুবক ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনার সময়ে আহত ওই যুবক ২ নং কাষ্টমঘাট নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে অবস্থান করছিল। এ সময়ে ৪-৫ মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী যাদের সকলের মুখ বাঁধা এবং হেলমেট দিকে ঢাকা ছিল। সোহেলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে একটি তার পেটে বিদ্ধ হয়। এ সময়ে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে ৪ টি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: আবু তারেক (দক্ষিণ) বলেন, আহত স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক এবং টাকার লেনদেন নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন।