
বিনোদন ডেস্কঃ
বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউতে মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তানজিম তৈয়ব এখন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
এর আগে, শবনম ফারিয়া ভালোবেসে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। তখন হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।